স্ত্রীর যৌতুক মামলায় ঝালকাঠির সাবেক পৌর মেয়র আফজালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মনিরুজ্জামান এ আদেশ দেন। মামলা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আফজাল হোসেন তার প্রথম স্ত্রী ফরিদা ইয়াসমীন ছবির কাছে বিবাহের পণ হিসেবে ১০ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। এতে রাজি না হওয়ায় আফজাল তার স্ত্রীকে প্রায় নির্যাতন করতেন। পরে এ ঘটনায় গতকাল ছবি তার স্বামী আফজালের বিরুদ্ধে ঝালকাঠি আদালতে একটি মামলা করেন।