বৃষ্টি থেমে যাওয়ার পর মাঠ প্রস্তুতের কাজ শুরু হলেও, পরবর্তী পর্যবেক্ষণ ছিল মাত্র ১০ মিনিট দূরত্বে। এর মধ্যেই আবার শুরু হয়ে যায় মুষলধারে বৃষ্টি, যা শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তানের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি ভেসে যেতে বাধ্য করে।
প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ জয় নিশ্চিত করেছিল দক্ষিণ আফ্রিকা। ফলে তারা সিরিজে ২-০ ব্যবধানে জয়ী হলো।
শনিবার জোহানেসবার্গের দ্য ওয়ান্ডারার্সে পাকিস্তানকে সিরিজে ব্যবধান কমানোর সুযোগ না দিয়ে ম্যাচটি বাতিল হয়ে যায়। তুমুল বৃষ্টির কারণে টসও করা সম্ভব হয়নি।
আগামী মঙ্গলবার পার্লে শুরু হবে ওয়ানডে সিরিজ। সেটি শেষে দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলবে দল দুটি।
বিডি প্রতিদিন/এমএস