সাত দফা দাবিতে ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে গতকাল বিক্ষোভ করেছেন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অপসোনিন ফার্মা লিমিটেডের শ্রমিকরা। সাত দিনের মধ্যে দাবি বাস্তবায়নের জন্য জানান তারা। না হলে পুনরায় আন্দোলনের শর্তে গতকালের কর্মসূচি প্রত্যাহার করা হয়। সাত দফা দাবি নিয়ে অপসোনিন ফার্মার শ্রমিক রানা, খুকুমনি, তাইজুল, রাব্বি বক্তব্য রাখেন।
তাদের সঙ্গে সংহতি জানিয়ে বক্তৃতা করেন- ডা. মনীষা চক্রবর্তী, সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদ সাধারণ সম্পাদক মো. ইমরান, অর্থ সম্পাদক মোশারফ হোসেন প্রমুখ।
ডা. মনীষা বলেন, শ্রমিকরা দৈনিক ২৪০ টাকা মজুরিতে কাজ করেন। বেতন বাড়ানোর দাবি করলেই ছাটাই করা হয়। শ্রমিকদের কোনো নিয়োগ বা পরিচয়পত্র দেওয়া হয়নি। এ নিয়ে অপসোনিনের ব্যবস্থাপক সেলিম জাহাঙ্গীর, আইটি ব্যবস্থাপক সুমন ও সাইদুর রহমানের সঙ্গে মনীষাসহ শ্রমিক প্রতিনিধিদের বৈঠক হয়। সেখানে কর্মকর্তারা আশ্বাস দেন রবিবার (আজ) থেকে শ্রমিকদের মজুরি ৩৪০ টাকা করা হবে। তাছাড়া সাত দিনের মধ্যে চাকরি স্থায়ী করাসহ দাবির সিংহভাগ মেনে নিয়েছে কর্তৃপক্ষ।