ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন কুমিল্লার পদুয়ার বাজারে প্রাণ কোম্পানির ডিপোতে গতকাল অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। প্রায় তিন ঘণ্টা পর বিকাল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ডিপোর ইনচার্জ মোহাম্মদ ফোরকান বলেন, সবাই কাজ করছিল। দুপুর ১টা ৫০ মিনিটের দিকে বিকট শব্দ হয়। এরপর আগুন ধরে যায়। কোথা হতে ধরেছে আমরা নিশ্চিত নই। কর্মচারীরা আগুন নেভানোর চেষ্টা করি। তাতে কাজ না হলে ফায়ার সার্ভিসে খবর দিই। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। ফায়ার সার্ভিস সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লা স্টেশনের সিনিয়র অফিসার বজলুর রশিদ বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনের উৎস নিশ্চিত হওয়া যায়নি।