ময়মনসিংহের ফুলপুরে পরিচ্ছন্নতা কর্মী নিয়োগে প্রতারণার অভিযোগ উঠেছে। জানা যায়, পরিচ্ছন্নতা কর্মী পদে ভুয়া নিয়োগ দেখিয়ে রতন দাস নামে এক অসহায় ব্যক্তির কাছ থেকে ৭ লাখ টাকা নেওয়া হয়েছে। সিংহেশ্বর গ্রামের ফুলচান দাস ও লক্ষ্মীরানী দাসের ছেলে রতন দাস এ ব্যাপারে ১৫ জুলাই উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগে বলা হয়, উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের পুড়াপুটিয়া উচ্চবিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক সাইফুল ইসলাম তার বিদ্যালয়ে পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দেওয়ার কথা বলে প্রধান শিক্ষকের যোগসাজশে রতনের কাছ থেকে দুই বারে মোট ৭ লাখ টাকা হাতিয়ে নেন। এরপর ভুয়া কাগজপত্র তৈরি করে দিয়ে নিয়োগ কমিটির সদস্যদের স্বাক্ষর জাল করে তাকে নিয়োগপত্র দেওয়া হয়। রতন দাস কাজে যোগদানের বেশ কিছুদিন পর প্রধান শিক্ষক ‘তোমার কাগজপত্রে সমস্যা আছে, তুমি চলে যাও। তোমার টাকাপয়সা ফেরত দেওয়া হবে’ বলে তাকে বিদ্যালয় থেকে বের করে দেন। প্রায় এক বছর চলে গেলেও রতন দাসের টাকা ফেরত দেওয়া হয়নি।
উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম বলেন, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাসরিন আক্তারকে দায়িত্ব দেওয়া হয়েছে।