বরিশাল ও দিনাজপুরে গতকাল সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির পাঠানো খবর-
বরিশাল : আগৈলঝাড়া উপজেলায় চালবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশা চালক এবং এক যাত্রী নিহত হয়েছেন। উপজেলার রথবাড়ী পাকুরিয়ার পাড় এলাকায় গতকাল এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আগৈলঝাড়ার খাজুরিয়া এলাকার সেকেলউদ্দিনের ছেলে নুর হোসেন কাজী (৬০) ও গৌরনদী উপজেলার শাওরা এলাকার আবদুল জব্বার শরীফের ছেলে হেলাল শরীফ (৪৩)।
দিনাজপুর : প্রাইভেট পড়া শেষে বাইসাইকেলে বাড়ি ফেরার পথে বীরগঞ্জে ট্রাক্টরচাপায় আদিত্য রায় নামে স্কুলছাত্র নিহত হয়েছে। বীরগঞ্জ পৌর শহরের বীরগঞ্জ-খানসামা সড়কের ঢেপা নদীর ব্রিজের ওপর বুধবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আদিত্য (১৩) বীরগঞ্জের প্রেমানন্দ রায়ের ছেলে ।