পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলায় সাইদুল ইসলাম (৫৫) নামে এক ভ্যানচালকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ভুলবাড়িয়া ইউনিয়নের চুলকাটাই বায়নাপাড়া গ্রামের একটি ধান খেত থেকে লাশটি উদ্ধার করা হয়। ওসি মিজানুর রহমান এ তথ্য জানান। সাইদুলের বাড়ি উপজেলার মাদারবাড়িয়া গ্রামে। ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় তাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। অন্য জায়গা থেকে হত্যা করে ওই এলাকায় ধান খেতে লাশ ফেলে রেখে যাওয়া হয়েছে। ধারণা ভ্যানটি ছিনতাই করতেই তাকে হত্যা করা হয়।
ভুলবাড়িয়া ইউপি মেম্বর বকুল হোসেন প্রামাণিক বলেন, সাইদুল মঙ্গলবার বিকালে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। রাতে আর ফেরেননি।
গতকাল স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের পরিবার মামলা করবেন বলেও জানান ওসি।