১৬ বছর পর পটুয়াখালীতে জামায়াতে ইসলামীর পৌরসভা ও ইউনিয়ন প্রতিনিধিদের সম্মেলন হয়েছে। পটুয়াখালী জেলা ইসলামী ফাউন্ডেশন অডিটোরিয়ামে গতকাল এ প্রতিনিধি সম্মেলন হয়। জেলা জামায়াত আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক মুহম্মদ শাহআলম সভাপতিত্ব করেন। সেক্রেটারি এ বি এম সাইফুল্লার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য ও সাবেক জেলা আমির এ কে এম ফকরুদ্দিন খান রাযী।
উপস্থিত ছিলেন- মাহবুবুল আলম, অধ্যাপক মাওলানা আবদুস সালাম খান, অ্যাডভোকেট নাজমুল আহসান, শহিদুল ইসলাম আল কায়সার, আলমগীর হোসেন, মাহাদী হাসান নাহিদসহ সব উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের আমির-সেক্রেটারি। উপস্থিত প্রতিনিধিদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তৃতা করেন প্রধান অতিথি এ কে এম ফখরুদ্দিন খান রাযী।