বগুড়া সারিয়াকান্দিতে মাথায় গাছ পড়ে অয়েদা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। অয়েদা বেগম উপজেলার পৌর এলাকার হিন্দুকান্দি গ্রামের পুলিশ লাইন লাইন এলাকার মৃত সাহেব আলীর স্ত্রী। নিহতের স্বজনরা জানায়, কয়েকদিনের তাপ প্রবাহের পর উপজেলায় গতকাল তীব্র বাতাস শুরু হয়। অয়েদা বেগম তখন তার নাতনিকে নিয়ে বাড়ির সামনে একটি গাছের নিচে বসেন। একসময় তীব্র বাতাসে একটি ইউক্যালিপ্টাস গাছ ভেঙে তার মাথায় ওপর পড়ে।
এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহতের ছেলের বউ খালেদা বেগম বলেন, মেয়ের কান্না শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি শাশুড়ীর মাথায় গাছ পড়ে মাথা থেতলে গেছে। পরে স্থানীয় লোকজন এসে দেখেন তিনি মারা গেছেন।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম বলেন, নিহত বৃদ্ধার লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।