কুমিল্লার বরুড়ায় মাদরাসা থেকে ভাগনি ও ভাতিজিকে নিয়ে বাড়ি ফেরার পথে এক গৃহবধূকে (২২) রাস্তা থেকে তুলে নিয়ে দল বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী বরুড়া থানায় মামলা করেছেন। এক আসামিকে গতকাল গ্রেপ্তার করেছে পুলিশ।
ধর্ষণের ঘটনা ঘটে গত মঙ্গলবার বরুড়া উপজেলার আড্ডা বাজারের পাশে মাছের প্রজেক্টে। ভুক্তভোগী গৃহবধূ বুধবার সন্ধ্যায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে বরুড়া থানায় মামলা দায়ের করেন। অভিযুক্তরা হলেন- মো. মানিক, রুবেল ও বাপ্পি। এর মধ্যে রুবেলকে গতকাল গ্রেপ্তার করেছে পুলিশ।