পটুয়াখালীতে যৌথবাহিনীর অভিযানে আটক হয়েছে ধর্ষণ, চাঁদাবাজি ও ঢাকা সিএমএম আদালতে ব্যাংক ডাকাতি মামলার আসামি সোহাগ মাঝি (৩৫)। সেনাবাহিনীর নেতৃত্বে বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে আটক করা হয়। সোহাগ সদর উপজেলার কুড়িপাইকা গ্রামের রফিজ মাঝির ছেলে। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
জানা যায়, সম্প্রতি পটুয়াখালী সদর সেনা ক্যাম্পে সোহাগ মাঝি নামে একজন চিহ্নিত অপরাধীর বিরুদ্ধে একাধিক ব্যক্তি গুরুতর অভিযোগ দেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম জানান, সোহাগের নামে ধর্ষণ, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে আটটি মামলা রয়েছে।