নারায়ণগঞ্জে গার্মেন্ট কর্মী ধর্ষণ ও হত্যার দায়ে সদরঘাটের সুমন সেপাই (৩৬) নামে এক ফেরিওয়ালার যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন বরিশালের একটি আদালত। এ ছাড়া তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ইয়ারব হোসেন গতকাল রায় দেন। সুমন সেপাই (৩৬) রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিল। সে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার নদমুলা গ্রামের মানিক সেপাইর ছেলে। ঢাকা সদরঘাটে ফেরি করে বিভিন্ন মালামাল বিক্রি করত।
মামলাসূত্রে জানা যায়, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বজলু ব্যাপারীর মেয়ে আখি নারায়ণগঞ্জে গার্মেন্টে কাজ করতেন। ২০১৯ সালের ১৯ জুলাই আখি জাতীয় পরিচয়পত্র করার জন্য ঢাকা থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন। ঢাকা সদরঘাটে এলে পূর্ব পরিচয়ে সূত্রে সুমন আখিকে সুরভী-৮ লঞ্চের একটি স্টাফ কেবিন করে দেয়। ওই কেবিনে রাতে সুমন গিয়ে আখিকে ধর্ষণ করে। মেয়েটি চিৎকার দিলে তাকে শ্বাসরোধে হত্যা করে। লঞ্চ বরিশাল ভেড়ার পর সুমন লাশ রেখে পালিয়ে যায়।