প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে চাঁদপুর রাজরাজেশ্বর এলাকায় সচেতনতামূলক সভা হয়েছে। রাজরাজেশ্বর এলাকায় নৌপুলিশের উদ্যোগে জেলে, ক্রেতা-বিক্রেতাদের সচেতন করার লক্ষ্যে বুধবার বিকালে এ সভা আয়োজন করা হয়। মূল লক্ষ্য ছিল মা ইলিশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি ও আইন বাস্তবায়নের পদক্ষেপ সম্পর্কে জানানো। সভায় প্রধান অতিথি চাঁদপুর নৌপুলিশের এসপি সৈয়দ মোশফিকুর রহমান ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন। ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। নিষেধাজ্ঞা অমান্য করলে মৎস্য আইনে সর্বোচ্চ দুই বছর কারাদন্ড বা ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দন্ডের বিধান প্রযোজ্য হবে।