কুষ্টিয়ায় পদ্মায় আবারও তীব্র ভাঙন দেখা দিয়েছে। পদ্মার পানি কমার সঙ্গে জেলার মিরপুর উপজেলার বহলবাড়িয়া মির্জানগর এলাকায় ভাঙনও তীব্র হয়েছে। এরই মধ্যে ভেঙে পড়েছে আরেকটি বৈদ্যুতিক টাওয়ার। হুমকির মুখে আছে বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও কুষ্টিয়া-ঈশ্বরদী জাতীয় মহাসড়ক।
গতকাল বেলা সাড়ে ১১টার দিকে পানির তোড়ে ভেঙে নদীর পেটে চলে যায় জাতীয় গ্রিডের ২ নম্বর বৈদ্যুতিক টাওয়ার। নদীর গর্ভে যাচ্ছে একরের পর এক ফসলি জমি। স্থানীয় মাদরাসা ও বসতবাড়িও হুমকির মুখে পড়েছে। মাস দেড়েক আগে এর পাশেই আরও একটি বৈদ্যুতিক টাওয়ার ভেঙে যায় পানির তোড়ে। অব্যাহত ভাঙনে চরম আতঙ্কের মধ্যে রয়েছেন ওই এলাকার হাজারো মানুষ। ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে যান বিআইডব্লিউটিএ ও কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।
কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান বলেন, দ্রুত ভাঙনরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।