দুই বছর ধরে বুড়িতিস্তা জলাশয় খননে অবৈধদখলদারের বাধা আর বিভিন্ন সময়ে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তা ও কর্মচারীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে পাউবো ডিপ্লোমা প্রকৌশল সমিতি। গতকাল দুপুরে নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্বারকলিপি প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রকৌশলী আহসান হাবীব, প্রকৌশলী মিজানুর রহমান, প্রকৌশলী রবিউল ইসলাম, প্রকৌশলী আতিকুর রহমান, প্রকৌশলী কৃষ্ণকমল চন্দ্র সরকার প্রমুখ।
বক্তরা বলেন, অবৈধ দখলদার ও হামলাকারীদের বিরুদ্ধে ১০টি মামলা করলেও কোনো প্রতিকার পায়নি পাউবো। মানববন্ধন থেকে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবি জানান কর্মকর্তারা।