দিনাজপুরের ফুলবাড়ীতে কারখানার এক নারী শ্রমিককে (৪০) ধর্ষণের অভিযোগে এক মুরগী ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক নুরাজুল ইসলাম ফুলবাড়ী উপজেলার আলাদিপুর ইউনিয়নের ভিমলপুর গ্রামের মৃত মনছের আলীর ছেলে। ভিমলপুর মোড়ে তার একটি বয়লার মুরগীর দোকান রয়েছে।
গত শুক্রবার দিবাগত রাত ৮টার দিকে কাজ শেষে বাড়ি ফেরার পথে নুরাজুল ইসলাম মুকুল (৪৫) নামে এক মুরগী ব্যবসায়ী তাকে জোরপূর্বক ধর্ষণ করে বলে ওই নারী অভিযোগ করেন। পরে ওই নারী শ্রমিক নিজে বাদী হয়ে নুরাজুল ইসলাম মুকুলকে আসামি করে ফুলবাড়ী থানায় মামলা দায়ের করেন।
ফুলবাড়ী থানার ওসি শেখ নাসিম হাবিব বলেন, ধর্ষিতা ফুলবাড়ীর এক মিলের একজন নারী শ্রমিক। সে প্রতিদিনের মতো কাজ শেষে বাড়ি ফেরার পথে নুরাজুল ইসলাম মুকুল তাকে জোর করে, তার মুরগীর দোকানের পিছনে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে ধর্ষিতার জবানবন্দি অনুযায়ী নুরাজুল ইসলামকে ওই রাতে তার বাড়ি থেকে আটক করা হয়। ওসি বলেন, ধর্ষিতার মেডিকেল পরীক্ষার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেন্সিক বিভাগে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/২৪ নভেম্বর ২০১৮/হিমেল