শেষ দিনের শেষ বেলায় একটু রোমাঞ্চ ছড়িয়েছে গল টেস্ট। যদিও এ রোমাঞ্চ ফলাফলে কোনো পরিবর্তন আনতে পারেনি। পূর্ব ধারণা অনুযায়ী, শেষ পর্যন্ত ড্র হয়েছে টেস্ট। ড্র হলেও দুর্গনগরীর টেস্টটিকে নিজের করে নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম টাইগার অধিনায়ক হিসেবে কোনো টেস্টের উভয় ইনিংসে সেঞ্চুরি করেছেন নাজমুল। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে দুটি টেস্টের উভয় ইনিংসে সেঞ্চুরির বিরল রেকর্ডও গড়েছেন তিনি। টেস্ট ক্রিকেটে নাজমুল ১৬তম অধিনায়ক হিসেবে উভয় ইনিংসে সেঞ্চুরি করেন। গলে প্রথম ইনিংসে ১৪৮ রানের পর দ্বিতীয় ইনিংসে ১২৫ রান করেন টাইগার অধিনায়ক। নাজমুল ও মুশফিকের জোড়া সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪৯৫ রান সংগ্রহ করে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২৮৫ রান তুলে ইনিংস ঘোষণা করে। স্বাগতিক শ্রীলঙ্কার সংগ্রহ প্রথম ইনিংসে ৪৮৫ ও দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ৭২। গলে ৩ টেস্ট খেলে দুটিতেই ড্র করেছে বাংলাদেশ। দুই টেস্ট ম্যাচ সিরিজের দ্বিতীয়টি শুরু হবে কলম্বোয় ২৫ জুন। দ্বিতীয় দিনের পর শেষ দিন বৃষ্টি বাধায় পড়ে টেস্ট। গতকাল বৃষ্টিস্নাত দিনে রেকর্ড গড়েন টাইগার অধিনায়ক নাজমুল। টাইগার অধিনায়ক চতুর্থ দিন শেষ করেছিলেন ৫৬ রানে অপরাজিত থেকে। গতকাল মুশফিকুর রহিমকে নিয়ে ধীরলয়ে ব্যাটিং করেন। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ১৯ ওভারে ৬০ রান যোগ করেন। অথচ আক্রমণাত্মক মেজাজে খেললেও সেঞ্চুরি করে ফেলতেন আগেই। বৃষ্টিতে বন্ধ হওয়ার আগে নাজমুল অপরাজিত ছিলেন ৮৯ রানে। ৩ ঘণ্টা ৫ মিনিট বন্ধ থাকার পর খেলা শুরু হলে রিভার্স সুইপে সেঞ্চুরি তুলে নেন নাজমুল। ৩৬ টেস্ট ক্যারিয়ারের এটা টাইগার অধিনায়কের সপ্তম সেঞ্চুরি। বাংলাদেশের ক্রিকেটে তার চেয়ে বেশি সেঞ্চুরি এখন তামিম ইকবাল ১০, মুশফিকুর রহিম ১২ ও মুমিনুল হকের ১৩টি। আগের দিনের ৩ উইকেটে ১৭৭ রান নিয়ে খেলতে নামেন টাইগাররা। গতকাল ৬ উইকেটে ২৮৫ রান করে ইনিংস ঘোষণা করে নাজমুল বাহিনী। ১২৫ রানে অপরাজিত থাকেন নাজমুল। ইনিংসটি খেলেন ১৯৯ বলে ৯ চার ও ৩ ছক্কায়। প্রথম ইনিংসে ১৬৩ রানের ইনিংস খেলা মুশফিক রান আউট হন ৪৯ রানে। ২৯৬ রানের টার্গেটে স্বাগতিক শ্রীলঙ্কা ৩২ ওভার ব্যাটিং করে ৪ উইকেটে ৭২ রান করে। তাইজুল ইসলাম ৩টি এবং এক উইকেট নেন নাঈম ইসলাম। প্রথম ইনিংসে ১৪৮ ও দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১২৫ রান করে ম্যাচসেরা হন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
শিরোনাম
- ইতিহাস গড়ে এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশের মেয়েরা
- ‘খাদ্য নিরাপত্তার পাশাপাশি নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে’
- তালাবদ্ধ থাকায় অফিসে প্রবেশ করতে পারেননি আটাব প্রশাসক
- বরিশালে এসএসসির পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ২৬
- বগুড়ায় দুদকের গণশুনানি অনুষ্ঠিত
- সিলেটে যুবদলকর্মী খুন
- কোরিয়ার বিপক্ষে হেরেও মূল পর্বের সম্ভাবনা জিইয়ে আছে বাংলাদেশের
- পুলিশ এখনো কাঠামোগতভাবে কাজ করছে না : নৌ উপদেষ্টা
- যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা: ২৩ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
- পরিবহন ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা
- দ্রুত পরীক্ষা ও ফল প্রকাশের দাবিতে বিভাগে তালা ইবি শিক্ষার্থীদের
- হাসিনার বিরুদ্ধে দুর্নীতির তিন মামলার সাক্ষ্যগ্রহণ শুরু সোমবার
- ঝিনাইদহে শিক্ষক নেতার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
- চোর সন্দেহে তিন যুবককে গণপিটুনি
- কুমিল্লায় আইনজীবী হত্যা: বাহার-সূচনাসহ ৩৫ জনের বিরুদ্ধে চার্জশিট
- বগুড়ার কৃষকের মাঝে আশার আলো ছড়াচ্ছে সবুজ ধানের চারা
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দুর্নীতি প্রশ্রয় দিতেন না : দুদক চেয়ারম্যান
- নিউটনের দুই গতিসূত্র ‘ভুল’ দাবি আফসার আলীর
- কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলির মামলায় অভিযোগ আমলে নিয়েছে ট্র্যাইব্যুনাল
- ১০ লাখ গাছ রোপনের ঘোষণা মেয়র শাহাদাতের
রোমাঞ্চ ছড়িয়ে গল টেস্ট ড্র
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

বিচার বিভাগের প্রতিষ্ঠানগত স্বাধীনতা একক আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা নয়: প্রধান বিচারপতি
৩৫ মিনিট আগে | জাতীয়

ডুয়েটের বিএসসি ইঞ্জিনিয়ারিং ও বি.আর্ক প্রোগ্রামের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন
১ ঘণ্টা আগে | দেশগ্রাম