শেষ দিনের শেষ বেলায় একটু রোমাঞ্চ ছড়িয়েছে গল টেস্ট। যদিও এ রোমাঞ্চ ফলাফলে কোনো পরিবর্তন আনতে পারেনি। পূর্ব ধারণা অনুযায়ী, শেষ পর্যন্ত ড্র হয়েছে টেস্ট। ড্র হলেও দুর্গনগরীর টেস্টটিকে নিজের করে নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম টাইগার অধিনায়ক হিসেবে কোনো টেস্টের উভয় ইনিংসে সেঞ্চুরি করেছেন নাজমুল। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে দুটি টেস্টের উভয় ইনিংসে সেঞ্চুরির বিরল রেকর্ডও গড়েছেন তিনি। টেস্ট ক্রিকেটে নাজমুল ১৬তম অধিনায়ক হিসেবে উভয় ইনিংসে সেঞ্চুরি করেন। গলে প্রথম ইনিংসে ১৪৮ রানের পর দ্বিতীয় ইনিংসে ১২৫ রান করেন টাইগার অধিনায়ক। নাজমুল ও মুশফিকের জোড়া সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪৯৫ রান সংগ্রহ করে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২৮৫ রান তুলে ইনিংস ঘোষণা করে। স্বাগতিক শ্রীলঙ্কার সংগ্রহ প্রথম ইনিংসে ৪৮৫ ও দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ৭২। গলে ৩ টেস্ট খেলে দুটিতেই ড্র করেছে বাংলাদেশ। দুই টেস্ট ম্যাচ সিরিজের দ্বিতীয়টি শুরু হবে কলম্বোয় ২৫ জুন। দ্বিতীয় দিনের পর শেষ দিন বৃষ্টি বাধায় পড়ে টেস্ট। গতকাল বৃষ্টিস্নাত দিনে রেকর্ড গড়েন টাইগার অধিনায়ক নাজমুল। টাইগার অধিনায়ক চতুর্থ দিন শেষ করেছিলেন ৫৬ রানে অপরাজিত থেকে। গতকাল মুশফিকুর রহিমকে নিয়ে ধীরলয়ে ব্যাটিং করেন। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ১৯ ওভারে ৬০ রান যোগ করেন। অথচ আক্রমণাত্মক মেজাজে খেললেও সেঞ্চুরি করে ফেলতেন আগেই। বৃষ্টিতে বন্ধ হওয়ার আগে নাজমুল অপরাজিত ছিলেন ৮৯ রানে। ৩ ঘণ্টা ৫ মিনিট বন্ধ থাকার পর খেলা শুরু হলে রিভার্স সুইপে সেঞ্চুরি তুলে নেন নাজমুল। ৩৬ টেস্ট ক্যারিয়ারের এটা টাইগার অধিনায়কের সপ্তম সেঞ্চুরি। বাংলাদেশের ক্রিকেটে তার চেয়ে বেশি সেঞ্চুরি এখন তামিম ইকবাল ১০, মুশফিকুর রহিম ১২ ও মুমিনুল হকের ১৩টি। আগের দিনের ৩ উইকেটে ১৭৭ রান নিয়ে খেলতে নামেন টাইগাররা। গতকাল ৬ উইকেটে ২৮৫ রান করে ইনিংস ঘোষণা করে নাজমুল বাহিনী। ১২৫ রানে অপরাজিত থাকেন নাজমুল। ইনিংসটি খেলেন ১৯৯ বলে ৯ চার ও ৩ ছক্কায়। প্রথম ইনিংসে ১৬৩ রানের ইনিংস খেলা মুশফিক রান আউট হন ৪৯ রানে। ২৯৬ রানের টার্গেটে স্বাগতিক শ্রীলঙ্কা ৩২ ওভার ব্যাটিং করে ৪ উইকেটে ৭২ রান করে। তাইজুল ইসলাম ৩টি এবং এক উইকেট নেন নাঈম ইসলাম। প্রথম ইনিংসে ১৪৮ ও দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১২৫ রান করে ম্যাচসেরা হন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
শিরোনাম
- পার্বত্য চুক্তি বাস্তবায়নের সমস্যা সমাধানের চেষ্টা করা হবে : পররাষ্ট্র উপদেষ্টা
- শুটিংয়ে আহত শাহরুখ, নেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রে
- আবারও মঞ্চে ফিরতে যাচ্ছে 'অড সিগনেচার'
- ফেব্রুয়ারিতে নির্বাচন ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই : আমীর খসরু
- রংপুরে এলপিজি ফিলিং স্টেশনে বিস্ফোরণে নিহত ১, আহত ২০
- চট্টগ্রামে প্রায় ১০ লাখ টাকা মূল্যের চোরাই মালামাল উদ্ধার
- রবিবার থেকে হাতিরঝিলে চক্রাকার বাসে চালু হচ্ছে ‘র্যাপিড পাস’
- নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই : প্রেস সচিব
- জাতিসংঘের দপ্তর চালু সংস্কার ও জবাবদিহির প্রতি সরকারের প্রতিশ্রুতির প্রতিফলন
- যুক্তরাজ্যে জেনেটিক রোগ থেকে মুক্তি দিতে তিনজনের ডিএনএ ব্যবহার
- বিলম্ব না করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন, অন্তর্বর্তী সরকারকে ফখরুল
- রুপার্ট মারডক ও ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে ট্রাম্পের মামলা
- গোপালগঞ্জের মরদেহগুলো প্রয়োজনে কবর থেকে তুলে ময়নাতদন্ত : স্বরাষ্ট্র উপদেষ্টা
- বিক্ষোভে উত্তাল ইবি ক্যাম্পাস
- সিদ্ধিরগঞ্জে চুরির টাকা ভাগাভাগি দ্বন্দ্বে যুবক খুনের ঘটনায় মামলা, গ্রেফতার ৩
- গোপালগঞ্জে কারফিউ ১৪ ঘণ্টা শিথিল
- শিরাজনিত শারীরিক সমস্যায় ভুগছেন ট্রাম্প
- হদিস নেই ৭০০ কারাবন্দির
- মেক্সিকো সীমান্তে নতুন দেয়ালের অনুমোদন, তোপের মুখে ট্রাম্প
- ভারতীয় এয়ারলাইনসের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালো পাকিস্তান
রোমাঞ্চ ছড়িয়ে গল টেস্ট ড্র
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর