মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের পশ্চিম মাঠ বাঘাবাড়ি এলাকায় চোর সন্দেহে তিন যুবককে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা। এ সময় গুরুতর আহত এক যুবকের চোখ উপড়ে ফেলার চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে।
রবিবার (১০ আগস্ট) ভোররাতে এ ঘটনা ঘটে।
আহত যুবকের নাম জাকির শেখ। তিনি ওই এলাকার বাসিন্দা ওয়াজেদ শেখের ছেলে। এ ঘটনায় আটক আরও দুইজন হলেন—ইস্রাফিল মাতুব্বর (৪২), একই এলাকার শ্রীনদী রায়েরকান্দি গ্রামের বাবুল শিকদার (২৭)।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাতে তিন যুবকের সন্দেহজনক চলাফেরা দেখে এলাকাবাসী তাদের ধাওয়া করে ধরে ফেলে। এরপর চোর সন্দেহে শুরু হয় গণপিটুনি। একপর্যায়ে জাকির শেখের চোখ উপড়ে ফেলার চেষ্টা করেন কয়েকজন উত্তেজিত ব্যক্তি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনকেই উদ্ধার করে। গুরুতর আহত জাকির শেখকে প্রথমে মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়, পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপর দুইজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে।
মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘চোর সন্দেহে তিনজনকে গণপিটুনি দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনের চোখ উপড়ে ফেলার চেষ্টা করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।’
বিডি প্রতিদিন/জামশেদ