ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানা পুলিশের অভিযানে প্রায় ২৩ লাখ টাকার ভারতীয় পণ্যসহ একজন গ্রেপ্তার হয়েছে। শনিবার রাতে এ অভিযানে পণ্য পাচার কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।
এ ঘটনায় মামলা দায়ের করে গ্রেপ্তার হওয়া ওবায়দুর রহমান নামে এক ব্যক্তিকে রবিবার আদালতে পাঠানো হয়।
রবিবার বিকেলে পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাত সাড়ে এগারটার দিকে উপজেলার শাহবাজপুর এলাকার জিলানী পেট্রল পাম্পের সামনে একটি ট্রাক থেকে বিপুল ভারতীয় পণ্য উদ্ধার করা হয়। এসবের মধ্যে রয়েছে ১১৫৩ পিস ভারতীয় শাড়ি, ৯০০০ পিস সানস্ক্রিন ক্রিম। এ সময় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার হেলাল উদ্দিনের ছেলে ওবায়দুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
বিডি প্রতিদিন/এএম