ইউক্রেনের সু-২৭ যুদ্ধবিমান ভূপাতিত করেছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, “রুশ এয়ার ডিফেন্স সিস্টেম জাপোরিঝিয়া অঞ্চলে ইউক্রেনীয় বিমান বাহিনীর একটি সু-২৭ বিমান গুলি করে ভূপাতিত করেছে।”
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, শনিবার তাদের বাহিনী দুটি গাইডেড এরিয়াল বোমা, মার্কিন-নির্মিত হিমারস মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম থেকে ছোড়া দুটি রকেট ও ৪৫৭টি ইউক্রেনীয় ড্রোনও ধ্বংস করেছে।
এদিকে, ইউক্রেনীয় বিমান বাহিনী সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, শুক্রবার রাত থেকে শনিবার সকালের মধ্যে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার একটি ইস্কান্দার-কে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে। এছাড়া ৩১টি রাশিয়ান ড্রোনও ভূপাতিত করেছে।
প্রতিবেদনের তথ্যানুসারে, ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের ৭০ শতাংশেরও বেশি এলাকা এখনও রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। ফলে ইউক্রেনীয় সু-২৭ যুদ্ধবিমানটির পাইলটের ভাগ্য কী ঘটেছে, তা জানা যায়নি।
২০২২ সালে ইউক্রেনের খেরসন, ডোনেটস্ক, লুহানস্ক এবং জাপোরিঝিয়া অঞ্চলকে গণভোটের মাধ্যমে রাশিয়ার অন্তর্ভুক্ত করা হয়। এই গণভোটগুলোর ফলাফল অনুযায়ী, এই চারটি অঞ্চল রাশিয়ার সঙ্গে যুক্ত হয়েছে। তবে ইউক্রেন এবং পশ্চিমা বিশ্ব এই গণভোটকে স্বীকৃতি দেয়নি।
এদিকে, ইউক্রেন যুদ্ধ বন্ধে মাঠে নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১৫ আগস্ট রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন তিনি।
বৈঠকে ইউক্রেনের কিছু অঞ্চল বিনিময় করা হতে পারে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কড়া বার্তা দিয়ে বলেছেন, এক ইঞ্চি ভূখণ্ডও রাশিয়াকে দান করা হবে না। সূত্র: সিনহুয়া
বিডি প্রতিদিন/একেএ