কিউবায় নির্বাসিত মার্কিন কৃষ্ণাঙ্গ স্বাধীনতাকামী আসাতা শাকুর মৃত্যু বরণ করেছেন। কয়েক দশক ধরে নির্বাসনে থাকার পর ৭৮ বছর বয়সে মৃত্যু বরণ করলেন তিনি।
শুক্রবার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে কিউবার পররাষ্ট্র মন্ত্রণালয়।
তার মেয়ে কাকুয়া শাকুরও এক ফেসবুক পোস্টের মাধ্যমে মায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আসাতা শাকুর ১৯৭৯ সালে মার্কিন কারাগার থেকে পালিয়ে যান। যেখানে তিনি একজন পুলিশ অফিসারকে খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছিলেন। নিউ জার্সিতে ট্রাফিক আইন লঙ্ঘনের জন্য বিএলএ সদস্য ও রাজ্য পুলিশ কর্মকর্তাদের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। এতে এক পুলিশ সদস্য নিহত হন। এর চার বছর পর ১৯৭৭ সালে আসাতাকে হত্যা মামলায় দোষী সাব্যস্ত করা হয়। তিনি অবশ্য নিজেকে নির্দোষ দাবি করেন।
এফবিআইয়ের দেওয়া তথ্যানুযায়ী, ওয়ার্নার ফোর্স্টার নামের এক পুলিশ কর্মকর্তা নিহত হন এবং তার সহকর্মীরা আহত হন। এরপর এফবিআই আসাতাকে ধরিয়ে দিতে দুই মিলিয়ন ডলারের পুরষ্কার ঘোষণা করে। সূত্র: বিবিসি, এপি, আল-জাজিরা
বিডি প্রতিদিন/একেএ