সুলেমান দিয়াবাতে ঢাকায় আসছেন আজ। তবে এবারের আসাটা ভিন্ন রকমের। কেননা এর আগে যতবার এসেছেন তা মোহামেডানে খেলতে। গাম্বিয়ান এ ফুটবলার এবার আসছেন ঢাকা আবাহনীতে যোগ দিতে। নতুন ঠিকানায় এএফসি চ্যালেঞ্জ লিগে আবাহনীতে অভিষেক হবে তার। সেদিন ঢাকা জাতীয় স্টেডিয়ামে কিরগিজস্তানের মুরাস ইউনাইটেডের বিপক্ষে খেলা। দলীয় ম্যানেজার অভিজ্ঞ সংগঠক সত্যজিত দাশ রূপু জানালেন, রবিবার দিয়াবাতে ঢাকা পৌঁছে আবাহনীর ক্যাম্পে যোগ দেবেন।
আপাতত একজন বিদেশি নিয়ে আবাহনী খেলবে, তাও জানালেন ম্যানেজার রূপু। আবাহনীর টার্গেট পরবর্তী রাউন্ডে যাওয়া।