ঢাকাই শোবিজের অন্যতম জনপ্রিয় ও মেধাবী অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নাটক, ওটিটি ও চলচ্চিত্র- তিন মাধ্যমেই নিজের প্রতিভার ছাপ রেখেছেন। এক দশকেরও বেশি সময় ধরে শোবিজ অঙ্গনে ধরে রেখেছেন নিজের দাপট। কিন্তু জানেন কি, জনপ্রিয় এ অভিনেত্রীর নাম স্পষ্টত ‘মেহজাবীন’ নয়! এ ছাড়াও পরিবারেও তাঁকে ‘মেহজাবীন’ বলে ডাকা হয় না, রয়েছে অন্য নাম। মেহজাবীন জানালেন, যাকে সবাই ‘মেহজাবীন’ বলে ডাকেন, আসলে তাঁর নামের সঠিক উচ্চারণ ‘মেহজাবী’-যেখানে শেষের ‘ন’ উচ্চারিত হয় না। ‘শুরুতে হয়তো সবাই আমার নাম ঠিকমতো উচ্চারণ করতে পারেনি কিংবা আমি ঠিকমতো বোঝাতে পারিনি। কিন্তু তারপর মনে হয়েছে যেটা সবাই ভালোবেসে ডাকছে সেটাই থাকুক। তাই আমার নাম মেহজাবীন নয়, আসলে মেহজাবী।’ অভিনেত্রী আরও জানান, তার পরিবার ও আত্মীয়স্বজন তাকে মেহজাবীন বলে ডাকেন না। বরং তারা তাঁকে ‘জেনিফার’ নামেই ডাকেন। বন্ধুদের কাছে তাঁর সংক্ষিপ্ত নাম ‘জেনি’ আর ভক্তরা ভালোবেসে তাকে ‘মেহু’ নামে ডাকেন। মেহজাবীন এ ভক্তদের দেওয়া নাম খুব ভালোবাসেন। এদিকে তানজিন তিশার পুরস্কার বাগিয়ে নেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে মেহজাবীন বলেন, ‘আসলে বিষয়টি দুর্ভাগ্যজনক। এমনটা যদি আমার সহকর্মীর সঙ্গে হয়ে থাকে, সেটা আমার সঙ্গেও হতে পারে! তবে আমরা যখন পাবলিক প্ল্যাটফর্মে কোনো একটা সত্যকে উপস্থাপন করি সেটা আসলে পুরোপুরি বলা উচিত। তা না হলে এ ধরনের ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়, যেমন আমাকে দায়ী করছে অনেকে। এতে সহকর্মীদের সঙ্গে আমাদের সম্পর্ক আগের মতো থাকলেও ফ্যানদের মধ্যে ঝামেলা তৈরি হয়। তাই আমি বলব তার সঙ্গে যদি আসলেই অন্যায় হয়ে থাকে তাহলে পুরোপুরি ক্লিয়ার করা ভালো। কে তার সঙ্গে এমনটি করেছে, কেন করেছে, কোন অ্যাওয়ার্ডের ক্ষেত্রে এটা হয়েছে- পুরোটাই বলা উচিত। এটা তো এক ধরনের দুর্নীতি, তাই না? তাহলে আমরাও হয়তো ওই অ্যাওয়ার্ড শোগুলো অ্যাভয়েড করে যাব।’ তিনি আরও বলেন, ‘২০১৯ সালেও আমি দুটি পুরস্কার পেয়েছিলাম, এবারও পেয়েছি। আর এবার তো আমার শাখায় তিশার মনোনয়নই ছিল না। আসলে একটি বক্তব্যকে আজকাল সোশ্যাল মিডিয়ায় যেভাবে ঘুরিয়ে পেঁচিয়ে উপস্থাপন করা হয় তাতে যেসব ভক্ত অত স্ট্যাডি করে না তারা কিন্তু সত্যিই ভুল বোঝে।’ এদিকে বলিউডের প্রখ্যাত নির্মাতা বিশাল ভরদ্বাজের নেটফ্লিক্সের সিনেমা ‘খুফিয়া’তে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন এ তারকা। তবে তিনি কাজটি ফিরিয়ে দেন। সে ছবিতে দেশের আরেক পরিচিত মুখ আজমেরী হক বাঁধনকে কাস্ট করা হয়। মেহজাবীন এ প্রসঙ্গে বলেন, ‘ছবিটা মুক্তির পর আমরা যা দেখেছি তাতে আমার মনে হয়েছে, আমরা সেরা ভার্সনটাই দেখেছি।
শিরোনাম
- নিউ মার্কেটে ১১০০ সামুরাই ছুরি ও চাপাতি উদ্ধার
- জুলাই ঘোষণাপত্র থেকে নারীকে সচেতনভাবে বাদ দেওয়া হয়েছে : খন্দকার গোলাম মোয়াজ্জেম
- উপদেষ্টাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ ভিত্তিহীন : মন্ত্রিপরিষদ সচিব
- গাজীপুরে পদ্মা এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ
- আমরা হাতে ধরে গণ-অভ্যুত্থানকে মেরে ফেলছি : সামান্তা শারমিন
- “জুলাই গণঅভ্যুত্থান” শীর্ষক সেমিনারের সংবাদ প্রকাশ ও বিএএসএ’র বক্তব্য
- নিজের অফিসে রক্তাক্ত অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার
- ‘কুলি’-তে রজনীকান্তের ১৫০ কোটি, আমিরের ১৫ মিনিটের জন্য ২৫ কোটি!
- তুষারের গোপন ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকি নীলার
- শিবচরে সংবাদ সম্মেলন করে এনসিপির ৪ নেতার পদত্যাগ
- শ্রীপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- বগুড়ায় করতোয়া নদী থেকে কৃষকের ভাসমান মরদেহ উদ্ধার
- রাশিয়ায় ফের ভূমিকম্পের আঘাত
- বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- গাজীপুরে সাংবাদিক হত্যা মামলায় ৭ আসামি রিমান্ডে
- বন্ধুর ডাকে সাড়া নেই, খাটে মিলল গলা কাটা লাশ
- ‘স্ত্রীকে মেরে ফেলছি, আমাকে নিয়ে যান’, হত্যার পর ৯৯৯-এ স্বামীর ফোন
- রবিবার হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করবে ইসি
- বগুড়ায় নদীতে পানি বৃদ্ধি, ধসে পড়ছে সড়ক
- ডুয়েটে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা কাল
পরিবার-আত্মীয়স্বজন আমাকে জেনিফার বলে ডাকে : মেহজাবীন
পান্থ আফজাল
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

হাসপাতালে ভর্তির সময় স্বামীর নামের জায়গায় নিজের নাম বসিয়েছে তুষার : নীলা ইস্রাফিল
১০ ঘণ্টা আগে | রাজনীতি

হানিট্র্যাপ চক্রের সদস্যদের অপকর্মের ভিডিও করায় তুহিনকে হত্যা : জিএমপি কমিশনার
১৩ ঘণ্টা আগে | নগর জীবন