বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ শহরের বেশ কয়েকটি পুজামণ্ডপ পরিদর্শন করেছেন।
বুধবার (১ অক্টোবর) রাতে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কালিবাড়ী ও বড়বাজার কয়লাপট্টি এলাকাসহ একাধিক পুজামণ্ডপ ঘুরে দেখেন। এসময় তিনি বলেন, সিরাজগঞ্জে হিন্দু-মুসলিম ভ্রাতৃত্ব সম্পর্ক একটি দীর্ঘদিনের ঐতিহ্য। এ ঐতিহ্য ধরে রাখার ফলেই এখানে সবচেয়ে শান্তিপূর্ণভাবে সনাতন ধর্মাবলম্বীরা দুর্গোৎসব পালন করছেন। প্রতিটি পুজামণ্ডপে বিএনপির নেতাকর্মীরা অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি ভক্তদের শুভেচ্ছা জানিয়ে আরও বলেন, সিরাজগঞ্জে ৫ আগস্টের পর থেকে হিন্দু সম্প্রদায়ের মানুষ এমনভাবে বসবাস করছে, যেমন শিশু মায়ের কোলের নিরাপত্তায় থাকে।
পরিদর্শনকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি ভিপি অমরকৃষ্ণ দাস, যুগ্ম সম্পাদক ভিপি শামীম খান, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ