কক্সবাজারের মহেশখালীতে দুইটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদসহ তিনজন কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১ অক্টোবর) রাতে মহেশখালী স্টেশন কোস্ট গার্ড একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মহেশখালীর কেরুনতলী সংলগ্ন এলাকায় অস্ত্র ও গোলাবারুদ ক্রয়-বিক্রয়ের সময় তিনজন সন্ত্রাসীকে আটক করা হয়।
তিনি আরও জানান, অভিযানে তাদের কাছ থেকে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, রাইফেলের পাঁচ রাউন্ড তাজা গুলি এবং শটগানের জন্য ব্যবহৃত ২৫ রাউন্ড বিদেশি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। আটককৃত সন্ত্রাসী ও জব্দকৃত আলামতের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ