এসএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণে বরিশাল শিক্ষা বোর্ডে ফেল থেকে পাশ করেছে ২৬ শিক্ষার্থী। এছাড়াও আরও ২৬ শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে।
রবিবার (১০ আগস্ট) পুনঃনিরীক্ষণের ফলাফল ঘোষণা করা হয় বলে বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক জিএম শহীদুল ইসলাম জানিয়েছেন।
তিনি জানান, গত ১০ জুলাই এ বছরের অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। ফল ঘোষণার পর পুনঃনিরীক্ষণের জন্য ১৩ হাজার ২৬৪ জন পরীক্ষা আবেদন করেন। তাদের আবেদন করা ৩৮ হাজার ৪৩৭টি খাতা পুনঃনিরীক্ষণ করে ফল ঘোষণা করা হয়েছে। এতে ২৭৬ জনের ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ২৬ জন ফেল থেকে পাশ করেছেন। জিপিএ ৫ বেড়েছে ২৬টি। এ বছর বরিশাল শিক্ষা বোর্ডে পাসের ৫৬.৩৮ ভাগ। জিপিএ ৫ বেড়ে এখন হয়েছে ৩ হাজার ১৪০ জন।
বিডি প্রতিদিন/জামশেদ