সিলেটে রনি হোসেন নামের যুবদলের এক কর্মী খুন হয়েছে। অভিযোগ ওঠেছে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া নিয়ে বিরোধের জের ধরে গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ রাজু হাতে খুন হয়েছেন রনি। হত্যাকাণ্ডের পর থেকে রাজুকে খুঁজছে পুলিশ।
গতকাল শনিবার দিবাগত রাত ১২টার দিকে গোলাপগঞ্জ পৌর এলাকার কদমতলা এলাকায় হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। নিহত রনি হোসেন (৩০) গোলাপগঞ্জ উপজেলার আমুড়া এলাকার আজিম উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, রনি ও রাজু বন্ধু ছিলেন। সম্প্রতি তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। রাজুকে নিয়ে রনি গেল কয়েকদিনে ফেসবুকে পাঁচটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসগুলোতে রাজুর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলেন রনি। এর জের ধরেই শনিবার রাতে রনিকে ছুরিকাঘাত করে খুন করেন রাজু।
গোলাপগঞ্জ থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা জানান, রনি হোসেন ও শেখ রাজু একসময় বন্ধু ছিল। পরে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। ওই বিরোধের জের ধরেই রনি খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। পুলিশ হত্যকাণ্ডের কারণ উদঘাটনে ও জড়িতদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বিডি প্রতিদিন/জামশেদ