সিলেটে নৌপথে চাঁদাবাজির মামলায় ৭ জনকে গ্রেফতার করেছে র্যাব। রবিবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। রবিবার ভোররাত ৩টার দিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সিলেটের গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া গ্রামের ফয়সল আহমদের ছেলে আজমল হোসেন, একই গ্রামের মৃত আবদুস সালামের ছেলে সুলতান আহমদ, ফজর রহমানের ছেলে বিল্লাল, মৃত মুসাব্বিরে ছেলে সুবহান, ফারুক আহমেদের ছেলে শাকিল, মৃত ফজু রহমানের ছেলে ফারুক মিয়া ও মৃত আবদুল মুসাব্বিরের ছেলে ফয়সল মৌলভী।
অভিযোগ থেকে জানা যায়, আজমলের নেতৃত্বে একটি দল বিভিন্ন নৌপথে নৌকা ও ভলগেট আটকে চাঁদাবাজি করতো। এমন অভিযৈাগে ৭ জুলাই গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করেন আবদুল হারিম নামের এক ব্যক্তি। ওই মামলার প্রধান আসামী ছিলেন আজমল হোসেন। তিনি এলাকায় নিজেকে সমন্বয়ক হিসেবে পরিচয় দিতেন।
গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোররাতে শায়েস্তাগঞ্জে অভিযান চালিয়ে র্যাব আজমলসহ ৭ জনকে গ্রেফতার করে। দুপুরে র্যাব তাদেরকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করে।
গোয়াইনঘাট থানার ওসি সরকার মোহাম্মদ তোফায়েল আহমদ জানান, চাঁদাবাজি মামলার ৭ আসামিকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে র্যাব। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম