চট্টগ্রামের পটিয়ায় র্যাবের অভিযানে দুটি মাইক্রোবাস তল্লাশি করে ৬০ হাজার ইয়াবাসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চেকপোস্ট বসিয়ে গাড়ি দুটি জব্দ করা হয়। পরে মাইক্রোবাস থেকে ৬০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়, যার মূল্য আনুমানিক ২ কোটি টাকা। গ্রেপ্তাররা হলেন- আবদুল্লাহ আল মামুন, মাঈন উদ্দিন, রাশেদ আলম, জসিম উদ্দিন ও জুনায়েদ তানভীর তরফদার।