ঝিনাইদহের হরিণাকুন্ডুতে নিখোঁজের তিন দিন পর জরিনা খাতুন (৫০) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার হরিয়ারঘাট গ্রামের একটি পানের বরজ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত জরিনা খাতুন ওই গ্রামের আশিরউদ্দিনের স্ত্রী। পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে জরিনা খাতুন নিখোঁজ ছিলেন। শনিবার রাতে গ্রামের একটি পান খেতে পাহারা দিতে গিয়ে কৃষকরা পচাগন্ধ অনুভব করেন। এরপর তারা খোঁজাখুঁজি করে ওই নারীর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ জানায়, ওই নারী নিখোঁজ থাকলেও কোনো জিডি হয়নি। বিষয়টা আমরা খতিয়ে দেখছি।