বিদ্যুৎস্পৃষ্টে গতকাল বরিশালে প্রবাসী ও নেত্রকোনায় এক কিশোরের মৃত্যু হয়েছে। বরিশালে বৈদ্যুতিক পাম্প দিয়ে পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা যান দুবাই প্রবাসী এক যুবক। গৌরনদী উপজেলায় এ ঘটনা ঘটে। মৃত রাজীব হোসেন (৩২) উপজেলার আশোকাঠী গ্রামের মালেক সরদারের ছেলে। নেত্রকোনার পূর্বধলায় পানির মটরে হাত ধোয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তামিম মিয়া (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। তামিম নয়াপাড়ার সাইদুল ইসলামের ছেলে।