কুমিল্লার বুড়িচংয়ে আলোচিত কলেজছাত্র তুহিন হত্যার ১৪ দিন পেরিয়ে গেলেও মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ হত্যাকাণ্ডের পর অভিযুক্তদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে একাধিকবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী এবং এলাকাবাসী। জানা গেছে, গত ২০ অক্টোবর বুড়িচং উপজেলার শ্রীপুর গ্রাম থেকে এরশাদ ডিগ্রি কলেজের ছাত্র তুহিনকে তুলে নিয়ে যান সাইফুল ইসলাম বাবু ও তার সহযোগীরা। এরপর তুহিনকে নির্মমভাবে মারধর করা হয়। আহত অবস্থায় ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তুহিনের মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত তুহিনের মা ফেরদৌসী আক্তার সাইফুল ইসলাম বাবু, তার ছেলে নাফিজ উদ্দিন, জহির, আবদুল আলিমসহ কয়েকজনের নাম উল্লেখ করে একটি মামলা করেন। ফেরদৌসি আক্তার বলেন, গোবিন্দপুর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে সম্প্রতি তার প্রেমিকের সঙ্গে পালিয়ে যায়। মেয়েকে পালাতে সহযোগিতার অভিযোগে তুহিনকে ধরে নিয়ে রড দিয়ে নির্মমভাবে মারধর করে সাইফুল ও তার সহযোগীরা। বুড়িচং থানার ওসি জানান, ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান আসামিসহ অন্যদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।