বিয়ের ১০ দিনের মধ্যে মেহেদীর রঙ মোছার আগেই একটি মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় চিরতরে না ফেরার দেশে চলে গেলেন ফরিদপুরের সদরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের নাজিম মোস্তাফা ওরফে মুন (২৬)। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
নাজিম মোস্তাফা সদরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের সতেররশি গ্রামের বাসিন্দা ব্যবসায়ী গোলাম মোস্তফার ছেলে। দুই বোন ও এক ভায়ের মধ্যে নাজিম ছিল মেঝ। নাজিম সদরপুর সরকারি কলেজে রাস্ট্র বিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
১০ দিন আগে গত ১ আগস্ট শুক্রবার সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের চাকলাদার ডাঙ্গী গ্রামের হাফসা আক্তারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাজিম। বিয়ের মাত্র ১০ দিনের মধ্যে এ মর্মান্তিক মৃত্যুতে পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসেছে।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুকদেব রায় বলেন, এ দুর্ঘটনাস্থলটি পাশের ভাঙ্গা উপজেলায় পড়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান কাজী জাফর বলেন, এটি একটি মর্মান্তিক ঘটনা। ওই যুবক মাত্র ১০ দিন আগে বিয়ে করেছিলেন। তার আগেই হাতে মেহেদীর রঙ শুকাতে না শুকাতে তার মৃত্যু হল।
বিডি প্রতিদিন/এএম