বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, তারেক রহমান গণমানুষের নেতা, বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। তিনি শিগগিরই জনগণের মাঝে ফিরে আসছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশীর্বাদ নিয়ে তারেক রহমান শহীদদের রক্তঋণ পরিশোধ ও গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বৈষম্যহীন ন্যায়ভিত্তিক সাম্য ও মানবিকতার নতুন বাংলাদেশ গড়ে তুলবেন।
রবিবার ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর মাদরাসা মাঠে গণ-অভ্যুত্থানে শহীদ হাফেজ মাজেদুল ইসলামের শাহাদাতবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গত বছরের ৫ আগস্ট ঢাকার উত্তরায় আজমপুরে পুলিশের গুলিতে আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১০ আগস্ট মারা যান মাজেদুল ইসলাম।
এমরান সালেহ প্রিন্স বলেন, তারেক রহমান ইতিমধ্যে তার ইতিবাচক ও গণমুখী রাজনৈতিক কর্মসূচির কারণে জনগণের তো বটেই, গণতান্ত্রিক বিশ্বেরও দৃষ্টি আকর্ষণ করেছেন। তারেক রহমান রাষ্ট্র ও রাজনীতির ইতিবাচক পরিবর্তন চান।
তিনি বলেন, বিগত ১৫ বছর ফ্যসিবাদী শাসনে ছাত্রলীগ ছাত্র রাজনীতিতে যে কলঙ্কজনক ভূমিকা রেখেছে, তার জন্য ছাত্র রাজনীতি দায়ী নয়, দায়ী ছাত্রলীগ। তাই ছাত্র রাজনীতি বন্ধ রাখার সুযোগ নাই।
ধোবাউড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব সাইফুল ইসলাম পলাশের সঞ্চালনায় স্মরণসভায় উপস্থিত ছিলেন শহীদ হাফেজ মাজেদুল ইসলমের বাবা আবদুল মান্নান, ভাই জালাল উদ্দিন, জেলা বিএনপির সদস্য মফিজ উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মনিক, ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সভানেত্রী তানজিল চৌধুরী লিলি, সাধারণ সম্পাদিকা হোসনে আরা নিলু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন ও যুগ্ম আহ্বায়ক ফরহাদ রব্বানী সুমনসহ অনেকেই।
এর আগে, সকালে এমরান সালেহ প্রিন্স ধোবাউড়া জেলা পরিষদ ডাকবাংলো মাঠে উপজেলা মহিলা দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন। কর্মী সম্মেলনে পুস্পা নাহারকে সভানেত্রী ও তাহমিনা খাতুনকে সাধারণ সম্পাদিকা করে ৯ সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়।
বিডি প্রতিদিন/এমআই