চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়ার দেড়শ’ বছরের পুরনো একটি পুকুর ভরাটের দায়ে পাঁচজনকে কারাগারে পাঠিয়েছে আদালত। রবিবার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহমুদুল হক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
তারা হলেন, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মুহাম্মদ খোরশেদুল ইসলাম (৫০), পূর্ব কচুখাইন গ্রামের মুহাম্মদ জাহেদুল ইসলাম (৪৮), আলী আকবর (৬০), মকবুল আহমদ (৫৫) ও মুহাম্মদ খোরশেদ (৫২)।
মামলার এজাহার অনুযায়ী, পূর্ব কচুখাইন মুহম্মদীয়া দরবার শরিফ- সংলগ্ন পুকুরটি প্রায় ১৬০ বছর আগে খনন করা হয়েছিল। ২০২১ সালে পুকুরটি ভরাটের উদ্যোগ নেন অভিযুক্তরা। স্থানীয়দের প্রতিবাদে কাজ বন্ধ হলেও ২০২৩ সালের শুরুর দিকে কর্ণফুলী নদীতে ড্রেজার বসিয়ে পাইপলাইনের মাধ্যমে আবারও ভরাট শুরু হয়। স্থানীয়দের অভিযোগের পর পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে পুকুর ভরাটের সত্যতা পান।
বিডি প্রতিদিন/এএম