কুষ্টিয়ায় ভিডিও দেখে মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। তার নাম রাজু (৫০)। তিনি একজন সরবত বিক্রেতা।
বুধবার সন্ধ্যায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ফুলতলা মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রাজু উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের নুজদারের ছেলে। বিভিন্ন এলাকায় তিনি সরবত বিক্রি করতেন। তাকে কুষ্টিয়া মডেল থানায় হস্তান্তর করেছে র্যাব।
র্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান জানান, গত ১৭ জুলাই বেলা ৬টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের চৌড়হাস ফুলতলা এলাকায় ৮টি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করে আন্দোলনকারীরা। এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় মামলা হয়। এরপর ওই ঘটনার সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন ভিডিও পর্যালোচনা করে আসামিদের শনাক্ত করে র্যাব। ভিডিওতে স্পষ্ট দেখা গেছে ভাঙচুর ও অগ্নিসংযোগে অংশ নিয়েছেন গ্রেফতারকৃত রাজু।
স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান বলেন, গ্রেফতারের পর তিনি নিজের ভিডিও দেখে সম্পৃক্ততার কথা স্বীকারও করেছেন।
ইলিয়াস খান আরও বলেন, নাশকতার সঙ্গে জড়িতদের ভিডিও দেখে শনাক্ত করা হয়েছে। সবাইকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/একেএ