জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের ব্যাক্তিগত উদ্যোগে মেহেরপুরে একহাজার দুস্থ-অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে কবি নজরুল শিক্ষা মঞ্জিলে এই খাদ্য সামগ্রী বিতরণ হয়।
জনপ্রশাসন মন্ত্রীর পক্ষে বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন মেহেরপুর বিভিন্ন অঞ্চলের ১ হাজার দুস্থ মানুষকে খাদ্য সামগ্রী বিতরণ করেন ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন, সাধারণ সম্পাদক মুনতাসির জামান মৃদুল, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ আলী, সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ