ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যে বগুড়ায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে বুধবার বেলা ১০টায় জেলা প্রশাসক কার্যালয় বটতলা চত্বরে এর উদ্বোধন করা হয়।
এরপর একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে অংশ নেয় বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। র্যালি শেষে জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও মৎস্য পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মেজবাউল করিম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সারাদেশের মধ্যে বগুড়া জেলা মাছ উৎপাদনে ৫ম স্থানে রয়েছে। এ জেলা প্রচুর পরিমানের দেশী-বিদেশী মাছ চাষ হয়ে থাকে। জেলার চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত মাছ অন্য জেলাতে নিয়ে যাওয়া হয়। প্রান্তিক চাষীদের মাছ চাষে আরো বেশি উদ্বুদ্ধ করতে হবে। পাশাপাশি বেশি বেশি প্রশিক্ষণের মাধ্যমে চাষীদের দক্ষ করে গড়ে তুলেত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুভাশীষ পোদ্দার লিটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীন, জেলা মৎস্য কর্মকর্তা কালি পদ রায়। এসময় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, হ্যারাচী মালিক ও মাছ চাষীরা উপস্থিত ছিলেন।
বগুড়া মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা কালি পদ রায় জানান, সারাদেশের মধ্যে বগুড়া জেলা মাছ উৎপাদনে ৫ম স্থানে রয়েছে। জেলায় মাছ চাষের জন্য ৬০ হাজার ১৬০টি পুকুর রয়েছে। ছোট-বড় নদনদী রয়েছে ১৫টি। এছাড়া মৎস্যচাষী রয়েছেন ১৪ হাজার ৯৭৮ জন। জেলার চাহিদা মিটিয়ে অন্য জেলাতেও মাছ নিয়ে যাওয়া হয়।
বিডি প্রতিদিন/এএম