শরীয়তপুরের গোসাইরহাটে যাত্রীবাহী ট্রলার ডুবে দুইজনের প্রাণহানি ও নিখোঁজ হয়েছেন ৩ জন। নিখোঁজ যাত্রীদের উদ্ধার কাজে ফায়ার সার্ভিস ও ডুবরি দল। নিহত একজন সাহানা (৪৫) ও ডলি (২৮)।
পুলিশ জানায়, পুরান ঢাকার ধোলাইখাল নারিন্দা থেকে কোদালপুর আত্মীয়র বাড়িতে আসে এরপরে শুকবার সকালে কোদালপুর থেকে ছেলের জন্য পাত্রী দেখার জন্য ট্রলার যোগে মাঝেরচর রওনা হোন তারা। পরে মেঘনা নদী পাড়ি দেওয়ার সময় ট্রলারটি ঢেউয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে তলিয়ে যায়।
এঘটনায় দুইজন নিহত হয়। এছাড়া তিনজন আহত অবস্থায় গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তবে এখনো তিন যুবক নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে ডুবরিদল।
বিডি-প্রতিদিন/শআ