দেশের চলমান পরিস্থিতিতে পাবনার ভাঙ্গুড়া থানায় একযোগে ওসিসহ মোট ৮ পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তবে কেন একসঙ্গে ৮ জন কর্মকর্তা বদলি করা হলো, তার সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি।
বদলি হওয়া ৮ কর্মকর্তা হলেন ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক, সহকারী উপ-পরিদর্শক আজাবুল ইসলাম, ডিএসবির উপ-পরিদর্শক শহিদুল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক আমির হামজা, সহকারী উপ-পরিদর্শক সায়েদুল ইসলাম, উপ-পরিদর্শক শহিদুল ইসলাম, উপ-পরিদর্শক আব্দুল হাই মোত্তালেব ও উপ-পরিদর্শক আকরামুল ইসলাম।
এদের মধ্যে ওসি নাজমুল হককে ডিআইজি ময়মনসিংহ রেঞ্চের কার্যালয়ে ও বাকিদের সিলেট, বান্দরবান ও রাঙ্গামাটিতে বদলি করা হয়েছে।
এ বিষয়ে পাবনা পুলিশ সুপার মো. আব্দুল আহাদ বলেন, পুলিশ হেডকোয়ার্টার থেকে এই সংক্রান্ত পরিপত্র এসেছে। আর আমি নিজেও এই জেলায় একেবারেই নতুন।
বিডি প্রতিদিন/হিমেল