ফরিদপুরের চরভদ্রাসনে এক দফা দাবিতে সারা দেশে অসহযোগ আন্দোলনের প্রতিবাদে মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন।
আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা যুবলীগ কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি চরভদ্রাসন বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে আবার উক্ত কার্যালয়ের সামনে এসে পথসভা করে।
বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের দেয়া কর্মসূচি অনুযায়ী সারাদেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে তারা। তারই প্রতিবাদে সকাল থেকে চরভদ্রাসন উপজেলা পরিষদের সামনে অবস্থিত যুবলীগ কার্যালয়ের সামনে জড়ো হতে থাকে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার আলী মোল্লা, সাবেক প্রচার সম্পাদক বোরহান মোল্লা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. কাউসার হোসেন, চর ঝাউকান্দা ইউনিয়নের চেয়ারম্যান বদরুজ্জামান মৃধা, যুবলীগ সভাপতি মাহফুজুর রহমান মুরাদ সাধারণ সম্পাদক খোকন মোল্লা সহ ছাত্র লীগের বিভিন্ন নেতাকর্মীরা।
এসময় তারা চলমান আন্দোলনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। পরে যুবলীগ কার্যালয়ের সামনে এসে পথসভা করে তারা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ