বাংলাদেশ দ্বিতীয় বারের স্বাধীনতা লাভ করেছে উল্লেখ করে সিরাজগঞ্জ শহরের বিভিন্ন সড়কের দেয়াল রংতুলির ছোঁয়ায় হরেক রঙ্গে রাঙ্গিয়ে তুলছে শিক্ষার্থীরা। শনিবার ও রবিবার দিনভর তারা শহরের যমুনা নদীর হার্ডপয়েন্ট, পৌরসভা রোড, পদ্মপুকুর, সবুজ কানন স্কুল, মহিলা কলেজসহ বিভিন্ন সড়কের দেয়ালে রংতুলি দিয়ে হরেক রকম গ্রাফিতি ও শ্লোগান লিখছেন। একই সাথে দ্বিতীয়বার স্বাধীনতার শহীদ আবু সাঈদের প্রতিকী বিভিন্ন দেয়ালে ফুটিয়ে তুলছে।
দেয়াল রাঙ্গানো শিক্ষার্থী জেরনি শারমিন জুই, জান্নাত খান মিন, রুমানা ও ইমরান রানা জানান, তাদের অনেকের তাজা রক্তের বিনিময়ে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। আর এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতিগুলো পুষিয়ে নিতে তারা রাস্তাঘাট ও দেয়াল পরিস্কার করছে, কেউবা দেয়াল রঙ্গ করে জনসচেতনতা বাড়াতে নানা শ্লোগান লিখছে। শহরের মোড়ে মোড়ে ট্রাফিক যানজট নিয়ন্ত্রণ করছে। যা সাধারণ মানুষের কাছে ব্যাপক প্রশংসা পেয়েছে।
সিরাজগঞ্জ পৌর শহরের সামনে দেয়ালে গ্রাফিতি আঁকানো শিক্ষার্থী ফজলে রাব্বি ও শান্তা ইসলাম জানান, জানান,আমরা সকলের সহযোগিতায় শোষনমুক্ত, সন্ত্রাস, দুর্নীতিমুক্ত ও স্বাধীনভাবে কথা বলার মতো সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই। এ জন্য শিক্ষার্থীরা স্বেচ্ছায় মাঠে নেমেছে। আর দেশের জন্য কাজ করতে পেরে নিজেদের গর্বিত বলেও মনে করছি। শহরের গুরুত্বপূর্ণ যেসব দেয়ালগুলো এতোদিন বিভিন্ন পোষ্টারে নোংরা হয়েছিলো তা আমরা দু’দিন ধরে পরিষ্কার করে নতুন রুপ দিচ্ছি।
বিডি প্রতিদিন/এএম