কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালীর-৪ আসনের সাবেক এমপি মো. শাহাজাহানের নির্দেশে নোয়াখালীর সদর ও সূবর্ণচরসহ বিভিন্ন স্থানে হিন্দুদের মন্দির ও বাড়িঘর পাহারা ও পরিদর্শন করছে বিএনপি ও জামায়াত শিবিরের নেতাকর্মী ও শিক্ষার্থীরা। স্বস্তিতে রয়েছে হিন্দু পরিবারগুলো, আতঙ্ক নেই তাদের মাঝে।
বুধবার দুপুরে সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিভিন্ন মন্দির, গির্জা ও হিন্দুদের বাড়ি ঘরে সরজমিনে গিয়ে হিন্দু পরিবারদের সাথে কথা বলে এমন চিত্র ফুটে উঠেছে। এছাড়া বিভিন্ন উপজেলার হিন্দুদের পরিবার মাঝে তেমন কোন আতঙ্ক নেই। শান্তিতে বসবাস করছে পরিবারগুলো। এই দিকে দেশের বিভিন্ন স্থানে বিছিন্ন কিছু ঘটনায় আতঙ্ক ও গুজব থাকলেও নোয়াখালীতে তেমন কোন ঘটনা ঘটেনি। হিন্দু পরিবারের বিভিন্ন সদস্যদের সাথে কথা বলে এমন তথ্য উঠে এসেছে। তারা জানান, বিএনপি ও জামায়াতের পাশাপাশি স্থানীয়রা পাহারা ও সার্বিক সহায়তা করছে তাদের। তাদের কোন মন্দির ও বাড়ি ঘরে হামলা হয়নি বলে জানান হিন্দু সম্প্রদায়ের লোকজন। তারা জানান, সদর উপজেলার বিএনপি সভাপতি সলিম উল্যা বাহার হিরন ও স্থানীয় সাংবাদিক জাহাঙ্গীর আলমের উদ্যোগে হিন্দু, বৌদ্ধ, খিষ্ট্রান, মন্দির ও ইসকনে স্থানীয়রা সহয়াতা করে আসছেন। তারা প্রতিদিন সরজমিনে এসে খোজ খবর নিচ্ছেন। যেন কোন হামলা করতে না পারে। স্থানীয় সদর উপজেলার বিএনপি সভাপতি সলিম উল্যা বাহার হিরন ও সাংবাদিক জাহাঙ্গীর আলম সত্যতা স্বীকার করে বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালীর-৪ আসনের সাবেক এমপি মো. শাহাজাহানের নির্দেশে হিন্দুদের বাড়ির ঘর ও মন্দির সুরক্ষা দেওয়া জন্য বিএনপি ও জামায়ত শিবির নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন।
বিডি প্রতিদিন/এএম