কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুকুরে ভাসমানরত অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের বড় খাটামারী হাজিপাড়া গ্রামের জনৈক মোকছেদুল ইসলামের পুকুরে অজ্ঞাত ওই ব্যক্তির লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে রাত ১০টার দিকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।পরে আজ তার ময়না তদন্ত শেষে দাফন করা হয়।
পুলিশ জানায়,শনিবার সন্ধ্যার দিকে জয়মনিরহাট ইউনিয়নের বড় খাটামারী গ্রামের একটি বাঁশঝাড় থেকে প্রচন্ড দুর্গন্ধ আসছিল।পরে এলাকাবাসী খুঁজতে গিয়ে ওই বাঁশঝাড়ের পাশে জনৈক মোকছেদুল এর পুকুরে অজ্ঞাত এক ব্যক্তির লাশ দেখতে পান। এরপর তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমীন তার মরদেহ ময়না তদন্ত শেষে অজ্ঞাত হওয়ায় আনজুমান মফিদুলের মাধ্যমে দাফন করা হয় বলে জানান।
বিডি প্রতিদিন/এএম