ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলা ও ভাংচুরের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন করেছেন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
আজ শনিবার দুপুরে সুনামগঞ্জ প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা অবিলম্বে গণমাধ্যম প্রতিষ্ঠানে হামলা ও নাশকতায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান। আগামীতে যাতে আর কোন দুর্বৃত্ত গণমাধ্যম প্রতিষ্ঠান ও সাংবাদিকদের ওপর হামলা না করতে পারে সে জন্য ব্যবস্থা নিতে সরকারের প্রতি জোর দাবি জানান।
মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা বলেন, হামলা ও ভাংচুর করে স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা সম্ভব নয়। দিনে দুপুরে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোতে গিয়ে দুবৃত্তরা হামলা করেছে। হামলাকারীদের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আমরা হামলাকারীদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। আমরা স্বাধীন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা সুবিচার ও আইনের শাসন আশা করছি।
বক্তারা আরো বলেন, আমরা চাই আর যাতে কোন গণমাধ্যম আক্রান্ত না হয়। আর কোনও গণমাধ্যমকর্মী যাতে হামলা ও মামলার শিকার না হন।
বক্তারা সাম্প্রতিক সময়ে গণমাধ্যম আক্রান্ত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, আমরা এমন হামলা আর বরদাশত করবো না। আমাদের দাবি হামলাকারীদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে।
দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়ের সভাপতিত্বে এবং বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাসুম হেলাল ও কালের কণ্ঠের জেলা প্রতিনিধি শামস শামীমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুর রহমান পীর, চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি এডভোকেট একেএম মহিম, সময় টিভির স্টাফ রিপোর্টার হীমাদ্রী শেখ ভদ্র, দৈনিক যায়যায়দিনের স্টাফ রিপোর্টার ঝুনু চৌধুরী, মোহনা টিভির জেলা প্রতিনিধি ও সুনামগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি কুলেন্দু শেখর দাস, দৈনিক সংগ্রামের প্রতিনিধি এডভোকেট মহসিন রেজা মানিক, এবিপার্টির জেলা কমিটির আহ্বায়ক ও দৈনিক জালালাবাদের প্রতিনিধি জসিম উদ্দিন, দৈনিক সুনামগঞ্জের সময় সম্পাদক ও জিটিভির প্রতিনিধি সেলিম আহমেদ তালুকদার, দৈনিক মানবকণ্ঠের জেলা প্রতিনিধি শাহজাহান চৌধুরী, মানবাধিকার সংগঠন অধিকারের জেলা সমন্বয়ক সাংবাদিক মো. আমিনুল হক, সাংবাদিক শাহাবুদ্দিন আহমদ, আরটিভির জেলা প্রতিনিধি শহিদূনূর আহমেদ, সাংবাদিক একে কুদরত পাশা, সাংবাদিক শামসুল কাদির মিসবাহ, সাংবাদিক ফরিদ মিয়া, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি কর্ণ বাবু দাস, সাংবাদিক আব্দুল কাইয়ুম, সাংবাদিক মোশফিকুর রহমান স্বপন, সাংবাদিক মোশাহিদ আহমদ প্রমুখ। পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নূরুল হাসান আতাহার, ফজলুল করিম সাঈদ, জিয়াউর রহমান জিয়া, নোমান আহমদ।
বিডি প্রতিদিন/নাজমুল