ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ কমপ্লেক্সে সন্ত্রাসী হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন হবিগঞ্জের সাংবাদিক নেতারা। হামলার প্রতিবাদে শনিবার দুপুরে হবিগঞ্জ প্রেস ক্লাবের সামনের সড়কে আয়োজিত মানববন্ধনে তারা এই দাবি জানান। দেশের অন্যতম ঐতিহ্যবাহী হবিগঞ্জ প্রে সক্লাবের বর্তমান ও সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকসহ জেলার বিভিন্ন স্থান থেকে সাংবাদিকরা এসে মানববন্ধনে যোগ দিয়েছেন।
মানববন্ধনের শুরুতেই বক্তারা সাম্প্রতিক গণ-অভ্যুত্থানে নিহত ও আহত সাংবাদিকসহ ছাত্র, শিক্ষক, যুবক, সাধারণ নাগরিক, পুলিশের সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। মানববন্ধনে গণমাধ্যমের সুরক্ষা নিশ্চিতে স্বার্থে অবিলম্বে হামলায় জড়িতদের গ্রেফতারের দাবি জানানো হয়। অন্যথায় সাংবাদিকরা কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দেন।
হবিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি রাসেল চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু হাসিব খান চৌধুরী পাভেল ও বাংলাদেশ প্রতিদিনের হবিগঞ্জ প্রতিনিধি সাংবাদিক জাকরিয়া চৌধুরীর যৌথ সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, শোয়েব চৌধুরী ও শফিকুর রহমান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক প্রদীপ দাশ সাগর, সাংবাদিক আবু সালেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী শওকত, শাকিল চৌধুরী, বাংলা নিউজের হবিগঞ্জ প্রতিনিধি বদরুল আলম, নিউজ টুয়েন্টিফোরের হবিগঞ্জ প্রতিনিধি শ্রীকান্ত গোপ, জুয়েল চৌধুরী, সৈয়দ সালিক আহমেদ, কাজল সরকার, আখলাছ আহমেদ প্রিয়, সহিবুর রহমান, শাহ জালাল উদ্দিন জুয়েল, এম সজলু রহমান, জাহেদ আরী মামুন, সাইফুল ইসলাম, মোঃ আলফু মিয়া, জাহাঙ্গীর রহমান, রুবেল আহমেদ, রেজাউল করিম, সেন্টু আহমেদহ জিহান, রাহীম আহমেদ প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ