লক্ষ্মীপুরে বন্যার পানিতে একের পর এক গ্রাম প্লাবিত হচ্ছে। বিপন্ন অবস্থায় পড়েছেন সাধারণ মানুষ। বর্তমানে ৫টি উপজেলার শতাধিক গ্রামে পানিবন্দি অবস্থায় রয়েছে ৭ লাখ মানুষ। নিন্মাঞ্চলের এসব এলাকার সর্বত্রে থৈ থৈ করছে পানি। বাড়ি ঘরে পানি ঢুকে যাওয়ায় থাকতে পারছেন না মানুষ। নিরাপদ আশ্রয়ে ছুটছেন কেউ কেউ। অনেকের ঘরে খাবার নেই কারো কারো থাকলেও জ্বলছে না চুলা। কেউ আশ্রয় কেন্দ্রে আবার কেউ স্বজনদের কাছে ছুটছেন। খাবার ও বিশুদ্ধ পানি সঙ্কট দেখা দিয়েছে।
এমন পরিস্থিতিতে রেডক্রিসেন্টসহ বিভিন্ন সামাজিক সংগঠন, জেমস এনজিও, ক্লাব ও বিএনপি, জামায়াতসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পুলিশ ও স্থানীয় প্রশাসন ত্রাণ সামগ্রী বিতরণ শুরু করেছেন। কিন্তু এ ত্রাণ বন্যাদুর্গতদের অনেকের কাছে পৌঁছায়নি বলে জানা যায়। তবে ঐক্যবদ্ধভাবে যার যার আঙ্গিকে সবাই বন্যা মোকাবেলায় কাজ করতে দেখা গেছে।
বিডি প্রতিদিন/এএম