নানা অনিয়মের অভিযোগে নাটোরের নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান আকরামুল হক এবং সহকারী কমিশনার (ভূমি) আশিকুর রহমানের অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে নলডাঙ্গা ব্রিজে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, বিগত দিনে লিজকৃত সম্পত্তি নিয়ে সরাসরি আওয়ামী লীগের নেতাকর্মীদের সহযোগিতা করে তাদের বঞ্চিত করেছেন তারা। এজন্য উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনারের অপসারণ দাবি করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
অপরদিকে, নাটোরের বড়াইগ্রামে রাজাপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ তুঘলককে অপসারণের দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া, অশোভন আচরণ, নিয়োগ বাণিজ্যের অভিযোগ এনে অধ্যক্ষের পদত্যাগ দাবি করা হয়।
বিডি প্রতিদিন/এমআই