বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৭তম কারামুক্তি দিবস উপলক্ষে নরসিংদীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকেলে জেলা বিএনপি যুবদল তাঁতীদলসহ অঙ্গ সংগঠনের উদ্যোগে নরসিংদী বাজার বণিক সমিতি কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নরসিংদী শহর বিএনপির সাবেক সভাপতি বাবুল সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শাহেন শাহ শানু, নরসিংদী জেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক আলমগীর হাবিব, নরসিংদী জেলা তাঁতীদলের সভাপতি হুমায়ূন কবির কামাল, পলাশ থানা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান ভূঁইয়া, বিএনপি নেতা আসলাম মিয়া, বাদল মিয়া, শ্যামল সাহা।
আলোচনা সভা শেষে শহীদ জিয়াউর রহমান এর আত্মার মাগফেরাত কামনা ও বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতায় কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
বিডি প্রতিদিন/এএ