নোয়াখালী জেলা শহর মাইজদী উচ্চ বিদ্যালয় ও হরিনারায়নপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৪ শতাধিক শিক্ষার্থীরসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা মানববন্ধন ও সমাবেশ করেছে।
আজ রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১ টা পর্যন্ত শিক্ষার্থীরা নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে ঝড় বৃষ্টি অপেক্ষা করে বিশাল মানববন্ধন ও সমাবেশ করেন তারা।
এ সময় স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তাদের দাবির সমর্থনে সংহতি প্রকাশ করেন।
শিক্ষার্থীরা জানান দীর্ঘদিন থেকে স্কুল কর্তৃপক্ষ অনিয়মের মাধ্যমে স্কুল পরিচালনা করছে। নোয়াখালী সরকারি জিলা স্কুল ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাসিক বেতন ১০ থেকে ১৫ টাকা নেয়া হলেও হরিনামপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন স্কুলে নিজেদের ইচ্ছামতে মাসে ৬ থেকে ৭০০ টাকা বেতন নেন। তারা এই বেতন বৈষম্যর প্রতিবাদ জানান এবং সকল স্কুলের জন্য সমান বেতন নেওয়ার দাবি জানান। একই সাথে স্কুলগুলোকে জাতীয়করণেরও দাবি জানান।
বিডি প্রতিদিন/হিমেল